জুমার খোতবা:
নয়া সরকারের সঙ্গে পার্লামেন্টের সুসম্পর্কের প্রশংসা করেছেন আবু তোরাবি ফার্দ
পার্সটুডে-তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: দ্বাদশ সংসদের মন্ত্রীদের নজিরবিহীন আস্থাভোট প্রাপ্তির ঘটনা প্রমাণ করে ১৪তম সরকারের সঙ্গে মজলিসে শুরার যৌক্তিক এবং বৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্দ বলেন: ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের প্রস্তাবিত সকল মন্ত্রীর ওপর আস্থা ভোটে মজলিসে শুরার সদস্যদের পদক্ষেপ একটি শক্তিশালী ইরান গঠনে সহানুভূতি ও সম্প্রীতির এক নতুন অধ্যায়ের প্রতিশ্রুতির প্রমাণ।
জুমার খতিব আরও বলেন: প্রেসিডেন্ট ও সরকারের সদস্যদের উচিত এই পদক্ষেপের সদ্ব্যবহার করা-যাতে সরকারের সাথে সংসদের যৌক্তিক ও বৈজ্ঞানিক যোগাযোগ নিবীড় হয়। সরকার ও সংসদের মধ্যে নমনীয়তার মাত্রা বাড়ানো যায়। অর্থনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকারের দক্ষতা আরও উন্নত করার জন্য চতুর্দশ সরকারের জন্য এটি একটি মহা সুযোগ বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এনএম/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।