পরাজয় মেনে নিয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভ চলছে
https://parstoday.ir/bn/news/event-i141320
গাজা যুদ্ধে পরাজয়ের দায় মেনে নিয়ে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইল জুড়ে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতেও রাজধানী তেল আবিবের পাশাপাশি রেহোভোত ও হড হাশারোন শহরে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৪ ১৭:৫৬ Asia/Dhaka
  • নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে গতকাল রাতের বিক্ষোভের একাংশ
    নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে গতকাল রাতের বিক্ষোভের একাংশ

গাজা যুদ্ধে পরাজয়ের দায় মেনে নিয়ে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইল জুড়ে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতেও রাজধানী তেল আবিবের পাশাপাশি রেহোভোত ও হড হাশারোন শহরে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসে।

তারা গাজায় আটক ইসরাইলি পণবন্দিদের মুক্ত করার ক্ষেত্রে নেতানিয়াহুর ব্যর্থতার প্রচণ্ড সমালোচনা করেন।  বিক্ষোভকারীরা বলেন, নেতানিয়াহু নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে পদ্ধতিগতভাবে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।

কোনো কোনো এলাকায় বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ইসরাইলি বিক্ষোভকারীরা বলেন, গাজায় আটক সকল পণবন্দিকে জীবিত মুক্ত করে না নেয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।

সম্প্রতি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর একটি ভূগর্ভস্থ টানেল থেকে ছয় ইসরাইলি পণবন্দির বুলেটবিদ্ধ লাশ উদ্ধার করে ইহুদিবাদী সেনারা। তারা দাবি করে, মাত্র একদিন আগে এসব পণবন্দিকে হত্যা করেছে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন অবশ্য বলেছে, ইসরাইলি হামলায় তারা নিহত হয়েছে।

ছয় পণবন্দির লাশ উদ্ধার করার পর বিগত মাসের পর মাস ধরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দাবিতে আন্দোলনরত ইসরাইলিরা তীব্র ক্ষোভে ফেটে পড়ে। তারা এসব পণবন্দির প্রাণহানির জন্য একমাত্র দায়ী ব্যক্তি হিসেবে নেতানিয়াহুকে চিহ্নিত করে ঘোষণা করে, ইসরাইলি প্রধানমন্ত্রী যদি আরো বহু আগে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতেন তাহলে এসব পণবন্দিকে প্রাণ হারাতে হতো না বরং আপোষে জীবিত অবস্থায় তাদেরকে মুক্ত করে আনা সম্ভব হতো।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৪