‘এখনো সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব’
https://parstoday.ir/bn/news/event-i141370-এখনো_সৌদি_ইসরাইল_সম্পর্ক_স্বাভাবিকীকরণ_সম্ভব’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন, আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার আগে সৌদি আরব এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি করা সম্ভব।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৪ ১৬:০৮ Asia/Dhaka
  • ‘এখনো সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন, আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার আগে সৌদি আরব এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি করা সম্ভব।

হাইতির পোর্ট অব প্রিন্সে ইউএস চিফ অফ মিশনে গতকাল (বৃহস্পতিবার) ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, "সম্পর্ক স্বাভাবিকীকরণের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য যুদ্ধবিরতি একটি অপরিহার্য পূর্বশর্ত। দ্বিতীয়ত, যেমনটি আমরা আলোচনা করেছি, ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি করা দরকার। এজন্য অনেক কাজ করতে হবে।" 

ব্লিংকেন বলেন, "আমরা যে সমস্ত কাজ করেছি এবং ইসরাইল ও সৌদি আরবের সাথে যে আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, তারা এমন কিছু করতে আগ্রহী। আমি মনে করি, যদি আমরা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে পারি তবে এই প্রশাসনের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।" 

২০২০ সালে মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬