প্রথম বিদেশ সফরে বুধবার ইরাকে যাবেন ড. পেজেশকিয়ান
(last modified Mon, 09 Sep 2024 07:17:11 GMT )
সেপ্টেম্বর ০৯, ২০২৪ ১৩:১৭ Asia/Dhaka
  • প্রথম বিদেশ সফরে বুধবার ইরাকে যাবেন ড. পেজেশকিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান আগামী বুধবার প্রতিবেশী ইরাক সফর যাবেন। গত জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। 

ইরাক সফরের সময় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পেজেশকিয়ান। সফরকালে ইরাকের সিনিয়র কর্মকর্তাদের সাথে তার আলোচনার কথা রয়েছে। 

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির আমন্ত্রণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগদাদ সফরে যাচ্ছেন বলে বাগদাদে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আলী সাদেক গত মাসের শেষ দিকে বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

ইরানি রাষ্ট্রদূত আরো বলেন, সফরের সময় দুই দেশ দ্বিপাক্ষিক সহযোগিতা ও নিরাপত্তা চুক্তি সই করবে।

ইরানের রাষ্ট্রদূত আশা করেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগদাদ সফর করার কারণে দু দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো সম্প্রসারিত হবে।

এর আগে পেজেশকিয়ান বারবার ঘোষণা করেছেন, তার প্রশাসন প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারকে "অগ্রাধিকার" দেবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯