গাজার আরেকটি স্কুলে ইসরাইলি হামলা: অন্তত ১৪ ফিলিস্তিনির শাহাদাত
(last modified Thu, 12 Sep 2024 09:08:58 GMT )
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১৫:০৮ Asia/Dhaka
  • মধ্য গাজা উপত্যকার নুসেইরাত এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর ফিলিস্তিনিরা একটি স্কুল প্রাঙ্গনে হাঁটছেন
    মধ্য গাজা উপত্যকার নুসেইরাত এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর ফিলিস্তিনিরা একটি স্কুল প্রাঙ্গনে হাঁটছেন

গাজা উপত্যকায় বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত আরেকটি স্কুলে পাশবিক হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। বুধবার রাতে চালানো ওই হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন।

গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, মধ্য গাজার আল-জাওনি স্কুলে চালানো ওই হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন।

এছাড়া নিহতদের মধ্যে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের শরণার্থী সংস্থা- আনরোয়া’র দু’জন কর্মী রয়েছেন।  গাজার গণমাধ্যম বিষয়ক দপ্তর জানিয়েছে, আল-জাওনি স্কুলে ইসরাইলি হামলার সময় সেখানে প্রায় পাঁচ হাজার বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছিলেন।

গত ১১ মাসে এই নিয়ে ইসরাইলি সেনারা ওই স্কুলে অন্তত পাঁচবার হামলা চালাল বলে বাসাল জানান। এর আগে গত সোমবার গাজার আল-মাওয়াসি শরণার্থী শিবিরের একটি স্কুলে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি শহীদ হন।

গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু করে গত ১১ মাসের পাশবিক ইসরাইলি হামলায় অন্তত ৪১ হাজার ফিলিস্তিনি শাহাদাতবরণ করেছেন। উপত্যকার ২৪ লাখ মানুষের প্রায় সবাই চলমান যুদ্ধে অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১২

ট্যাগ