সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১৯:৩৮ Asia/Dhaka
  • 'অনৈক্য মুসলমানদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের অস্ত্র'

ইসলামী ইরানের বিশিষ্ট আলিম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন কাযেম সিদ্দিকি শত্রুর মোকাবেলায় মুসলিম উম্মাহর ঐক্যকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়ার ওপর জোর দিয়েছেন।

১২ রবিউল আউয়াল থেকে ১৭ রবিউল আউয়াল তথা ইসলামী ঐক্য সপ্তা'র প্রাক্কালে আজ তেহরানের জুমা নামাজের খুতবায় তিনি এ প্রসঙ্গে বলেছেন,  মুসলিম উম্মাহকে রক্ষার জন্য ও এর শক্তি বৃদ্ধির জন্য ইসলামী জাহানের ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত, কারণ সাম্রাজ্যবাদী ও দাম্ভিক শক্তিগুলো প্রথম থেকেই মুসলমানদের মধ্যে বিভেদ আর অনৈক্যকে তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। ধূর্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তি প্রথম থেকেই মুসলমানদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করে আসছে বলে কাযেম সিদ্দিকি উল্লেখ করেন।

তিনি আরও বলেছেন, আজ শত্রুরা ইসলামের মূল ভিত্তির সঙ্গে শত্রুতা করছে, তারা কুরআন পুড়ছে, মসজিদে হামলা করছে, কেবল শিয়া বা সুন্নিদের বিরুদ্ধে নয় তারা ইসলামের সব অবকাঠামো ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে ধ্বংসের চেষ্টা করছে এবং এমনকি তারা শিশুদেরও দয়া করছে না।

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব জালিম মার্কিন সরকারকে বর্তমান যুগের ফেরাউন হিসেবে উল্লেখ করে বলেছেন, এই ফেরাউনের অন্যতম হাত হল ইহুদিবাদী ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র ও সরকার যে বেসামরিক নারী পুরুষ ও এমনকি শিশুদেরও দয়া করছে না।

উল্লেখ্য, সুন্নি ধারার মুসলিম মনীষীদের মতে ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মাদ -সা. এর পবিত্র জন্ম-বার্ষিকী। অন্যদিকে শিয়া মুসলিম ধারার মনীষীদের মতে ১৭ রবিউল আউয়াল মহানবীর পবিত্র জন্ম-বার্ষিকী এবং একইদিনে তাঁর পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম জাফর আস সাদিক্বেরও (আ) জন্মদিন। তাই ১২ থেকে ১৭ রবিউল আউয়ালকে ইরানে ইসলামী ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেছিলেন ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী-র। প্রতি বছর এই সপ্তাহ পালন করা হচ্ছে ইসলামী ইরানে #

পার্সটুডে/এমএএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।     

ট্যাগ