ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব ও বর্ণবাদ বন্ধ করুন: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/event-i141960-ফিলিস্তিনে_ইসরাইলি_দখলদারিত্ব_ও_বর্ণবাদ_বন্ধ_করুন_পেজেশকিয়ান
ফিলিস্তিনের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও বর্ণবাদ অবসানের দাবি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক সম্মেলনে দেয়া ভাষণে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করারও আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ০৯:২৭ Asia/Dhaka
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক সম্মেলনে ভাষণ দিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক সম্মেলনে ভাষণ দিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ফিলিস্তিনের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও বর্ণবাদ অবসানের দাবি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক সম্মেলনে দেয়া ভাষণে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করারও আহ্বান জানিয়েছেন।

পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব ও বর্ণবাদের অবসান ঘটাতে হবে এবং অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যে বিশ্বে গাজায় বেসামরিক নাগরিকদের নির্দয়ভাবে হত্যা করা হয়, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ নারী ও শিশুদের রক্ত ঝরায় এবং যে বিশ্বে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযানকে ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা দেয়া হয় সেই বিশ্বে শান্তি ও উন্নয়নের কোনো নিশ্চয়তা থাকে না।

জাতিসংঘে দেয়া ভাষণে পেজেশকিয়ান আরো বলেন, ইরান পশ্চিম এশিয়া অঞ্চল থেকে নিঃশর্তভাবে সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করার আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, ইরান এমন একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও স্থিতিশীল অঞ্চল প্রত্যাশা করে যেখানে আঞ্চলিক দেশগুলোর সম্পদকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং অভিন্ন সমস্যাগুলোর সমাধানে কাজে লাগানো হবে।

ইরান পশ্চিম এশিয়া অঞ্চল থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটনে অগ্রণী ভূমিকা পালন করেছে জানিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে।

ভাষণের অন্য অংশে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, এ ধরনের নিষেধাজ্ঞায় টেকসই উন্নয়ন ব্যাহত হয়। তিনি নিষেধাজ্ঞা নামক অন্যায় অস্ত্রের ব্যবহার বন্ধ করার আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।