চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট
https://parstoday.ir/bn/news/event-i153084-চট্টগ্রাম_ইপিজেডে_তোয়ালে_কারখানায়_আগুন_নিয়ন্ত্রণে_১৫_ইউনিট
বাংলাদেশের চট্টগ্রাম ইপিজেডে একটি তোয়ালে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে চট্টগ্রাম ইপিজেডের ৫ নম্বর রোডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।
(last modified 2025-10-16T11:29:03+00:00 )
অক্টোবর ১৬, ২০২৫ ১৭:২৪ Asia/Dhaka
  • চট্টগ্রাম ইপিজেডের এক কারখানায় আগুন
    চট্টগ্রাম ইপিজেডের এক কারখানায় আগুন

বাংলাদেশের চট্টগ্রাম ইপিজেডে একটি তোয়ালে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে চট্টগ্রাম ইপিজেডের ৫ নম্বর রোডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।

বিকেল সাড়ে ৩টায় আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন নেভাতে ১৫টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মন্তব্যের জন্য কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল হক কয়েকবার ফোন করা হলেও রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আব্দুস সোবহান জানান, শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, ভেতরে এখন কেউ নেই।

তিনি বলেন, 'অ্যাডামস ক্যাপ কারখানার ৭ম তলায় আগুন লেগেছে। শ্রমিকরা সাধারণত ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কাজ করেন। আগুন লাগার পরপরই যতদূর জানি ভবন থেকে সব শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।'

আব্দুস সোবহান আরও বলেন, 'যেখানে আগুনের সূত্রপাত সে জায়গাটি মূলত গুদাম হিসেবে ব্যবহৃত হয়। ফায়ার সার্ভিস কর্মী ও কারখানার ব্যবস্থাপনা বিভাগ ভবন পরীক্ষা করছে। এখন কেউ ভেতরে নেই।'

'আগুন লাগার পর যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অ্যাডামস ক্যাপের কাছে আরেকটি পোশাক কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে,' বলে জানান তিনি।#

পার্সটুডে/জিএআর/১৬