‘ইসরাইলের সরকার ও তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী’
https://parstoday.ir/bn/news/event-i142060-ইসরাইলের_সরকার_ও_তার_সমর্থকরা_সবচেয়ে_বড়_সন্ত্রাসী’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের অবৈধ সরকার এবং তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী, কারণ তারা তাদের হাতে থাকা হাতিয়ার ও ক্ষমতা দিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। আমেরিকা সফর শেষে পেজেশকিয়ান আজ (বৃহস্পতিবার) এই মন্তব্য করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১৯:৫৪ Asia/Dhaka
  • ‘ইসরাইলের সরকার ও তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের অবৈধ সরকার এবং তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী, কারণ তারা তাদের হাতে থাকা হাতিয়ার ও ক্ষমতা দিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। আমেরিকা সফর শেষে পেজেশকিয়ান আজ (বৃহস্পতিবার) এই মন্তব্য করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেয়ার জন্য তিনি নিউ ইয়র্ক সফর করেb যেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সাথে আলাদা বৈঠক করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তিনি ১৫টিরও বেশি দেশের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন, যার বেশিরভাগ আলোচনায় গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননে ইসরাইলি আগ্রাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। 

তিনি বলেন, দখলদার ইসরাইল ও তার সমর্থকেরা দাবি করে যে তারা মানবাধিকার রক্ষা এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করছে। কিন্তু বাস্তবতা হলো- ইহুদিবাদী সরকার এবং তার সমর্থকরা সবচেয়ে বড় সন্ত্রাসী, কারণ তারা গাজা ও লেবাননে নিরপরাধ মানুষদের সহজেই বোমা মেরে এবং তাদের হাতে যে হাতিয়ার ও ক্ষমতা আছে তা ব্যবহার করে ঘরবাড়ি ধ্বংস করছে। তারা রাস্তা বন্ধ করে দিয়েছে এবং পানি, খাবার এবং ওষুধ মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আজ ভোরে তেহরানের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন