আল-জাযিরাকে সাক্ষাৎকার দিলেন ইরানের প্রেসিডেন্ট
‘মানবাধিকার ও মানবতার ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দাবি চরম মিথ্যাচার’
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরাইলের মাধ্যমে ওয়াকি-টকি ও পেজার বিস্ফোরণে নারী, শিশু ও বৃদ্ধদের মৃত্যু প্রমাণ করেছে, মানবাধিকার ও মানবতার ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দাবি চরম মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত প্রেসিডেন্ট পেজেশকিয়ান আল-জাযিরা আরবি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
তিনি বলেন, গাজা উপত্যকায় প্রায় এক বছর ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়েও ইসরাইল তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে না পেরে এখন গোটা পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।
পেজেশকিয়ান বলেন, ইসরাইল যখন জনমানবে পরিপূর্ণ একটি উপত্যকায় খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়ে সেটিকে ধ্বংস করে যাচ্ছে তখন মানবাধিকারের কথিত রক্ষকেরা সম্পূর্ণ নীরবতা অবলম্বন করছে। গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরাইলি আগ্রাসন ইস্যুতে মুসলিম দেশগুলোকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে দখলদার ইহুদিবাদী সরকার গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে লেবাননেও একই ধরনের অপরাধযজ্ঞ চালাতে কুণ্ঠিত হবে না বলে তিনি মন্তব্য করেন।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, যে ইউরোপীয়রা মানবাধিকার প্রশ্নে অপরকে সবক দেয় এবং যে আমেরিকানরা মানুষের জীবন খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করে, তারা সবাই মিথ্যাচার করছে। তাদের এ মিথ্যাচার গাজা ইস্যুতে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে বলে ইরানের প্রেসিডেন্ট মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।