ইয়েমেনি আনসারুল্লাহর হুঁশিয়ারি
লেবাননের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন সর্বাত্মক যুদ্ধের দরজা খুলে দিয়েছে
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ আগ্রাসন মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দরজা খুলে দিয়েছে।
গতকাল (শুক্রবার) ইসরাইলি যুদ্ধবিমান থেকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির দাহিয়েহ এলাকায় ব্যাপকভাবে হামলা চালানো হয়, যার ফলে ভয়াবহ বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। এসব হামলায় অন্তত আটজন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন।
হারেত হারিকের আবাসিক ভবনগুলো লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলার পর বোমা বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করা হয়। হিজবুল্লাহ পরিচালিত আল-মানার টেলিভিশন চ্যানেল জানিয়েছে, প্রায় একই সময় ১৫টিরও বেশি ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত হেনেছে।
হামলা প্রসঙ্গে আনসারুল্লাহ এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ শহরতলির ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করে দখলদার ইসরাইল নজিরবিহীন বর্বরতা চালিয়েছে। এতে আরো বলা হয়, ইসরাইলি শত্রুরা পশ্চিমা ও আমেরিকার সীমাহীন সমর্থন ছাড়া অপরাধ করে যেতে পারত না।
বিবৃতিতে বলা হয়েছে, "সাম্প্রতিক অভিযানে ব্যবহৃত অস্ত্রগুলো নিশ্চিত করছে যে, আমেরিকা বেসামরিক মানুষের রক্তপাতের পরিপূর্ণ অংশীদার।"#
পার্সটুডে/এসআইবি/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন