মার্কিন যুদ্ধজাহাজে এ যাবতকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইয়েমেন
(last modified Sat, 28 Sep 2024 07:37:18 GMT )
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১৩:৩৭ Asia/Dhaka
  • ইয়েমেনি ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনি ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর এ যাবতকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে। গতকালের এই হামলায় (শুক্রবার) ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌ, বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ইউনিট জড়িত ছিল। ইয়েমেনি সেনারা কামিকাজে ড্রোনের পাশাপাশি  ২৩টি ব্যালিস্টিক এবং উইঙ্গ্‌ড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। 

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তার দেশের সেনারা আমেরিকার তিনটি ডেস্ট্রয়ারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এসব ড্রেস্ট্রয়ার ইহুদিবাদী শত্রুকে সমর্থন যোগানোর জন্য ইসরাইলের দিকে যাচ্ছিল।

সারি জোর দিয়ে বলেন, তিনটি ডেস্ট্রয়ারের ওপর সরাসরি এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত করেছে। ইয়েমেনের সেনা মুখপাত্র বলেন, ইসরাইল-বিরোধী সামুদ্রিক অভিযান শুরুর পর গতকালের ক্ষেপণাস্ত্র হামলাটি সবচেয়ে বড়।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও লেবাননের ওপর ইসরাইলি আগ্রাসন এবং ইয়েমেনের বিরুদ্ধে কয়েক মাস ধরে ইঙ্গো-মার্কিন বাহিনী যে যৌথ হামলা চালিয়ে আসছে তার প্রতিশোধ হিসেবে ডেস্ট্রয়ারগুলোর ওপর হামলা পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, ইয়েমেনি সামরিক বাহিনী এ ধরনের আরো হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ