বোমায় বিধ্বস্ত বেসামরিক ভবনগুলো অস্ত্রগুদাম ছিল না: হিজবুল্লাহ
(last modified Sat, 28 Sep 2024 09:17:12 GMT )
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১৫:১৭ Asia/Dhaka
  • বোমায় বিধ্বস্ত বেসামরিক ভবনগুলো অস্ত্রগুদাম ছিল না: হিজবুল্লাহ

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে দাহিয়েহ এলাকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় বিধ্বস্ত বেসামরিক ভবনগুলোর ভেতরে অস্ত্রগুদাম ছিল বলে দখলদার বাহিনী যে দাবি করেছে, হিজবুল্লাহ তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের গণমাধ্যম সম্পর্ক বিষয়ক কার্যালয় আজ (শনিবার) এক বিবৃতিতে একথা বলেছে। ইসরাইলি দখলদার বাহিনী দাবি করছে যে, তারা দক্ষিণ বৈরুতে যেসব ভবনকে লক্ষ্যবস্তু করেছে সেখানে হিজবুল্লাহ অস্ত্র সংরক্ষণ করছিল।  

এ বিষয়ে হিজবুল্লাহর গণমাধ্যম কার্যালয় সুস্পষ্ট করে বলেছে, "দক্ষিণ শহরতলিতে বোমা হামলার লক্ষ্যবস্তু বেসামরিক ভবনগুলোতে অস্ত্র বা অস্ত্রের ডিপোর উপস্থিতি সম্পর্কে শত্রুরা যে দাবি করেছে তা মিথ্যা।" 

দাহিয়েহর আল-হাদাস এবং লায়লাকি এলাকার বেশ কয়েকটি ভবন লক্ষ্য করে গতকাল ইসরাইলি যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হয়। সেখানে তিন দফা হামলা হয়েছে যাতে ১৫টি বাংকার-ব্লাস্ট বোমা ব্যবহার করা হয়।  

ইসরাইলের এফ-১৬ যুদ্ধবিমানগুলো দাহিয়ের হারেত হারিক এলাকায় কমপক্ষে ছয়টি আবাসিক ভবনে আঘাত হানে। এতে কমপক্ষে অন্তত ৮ জন শহীদ এবং প্রায় ৮০ জন আহত হন।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ