ইহুদিবাদী ইসরাইলের হামলা
হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন
ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিজবুল্লাহর পক্ষ থেকে আজ (শনিবার) সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের খবর নিশ্চিত করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় ইহুদিবাদী ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিয়ে এলাকায় কয়েকটি বেসামরিক ভবনে যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তাতে শহীদ হন হাসান নাসরুল্লাহ।
হিজবুল্লাহ আজ বিকেলে এক বিবৃতিতে বলেছে, মহানবী (সা) এবং কারবালার শহীদদের নেতা ইমাম হোসাইন আলাইহিস সাল্লামের পথ ধরে ইসলামী প্রতিরোধ আন্দোলনের কর্ণধার সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার গৌরব অর্জন করেছেন এবং মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন।
হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, শহীদ হাসান নাসরুল্লাহর পথ ধরে সংগঠনের যোদ্ধারা শত্রুদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবেন এবং গাজার জনগণের প্রতি সমর্থনের পাশাপাশি লেবাননের সম্মানিত জনগণকে রক্ষার জন্য সব ধরনের আত্মত্যাগে প্রস্তুত রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, যখন সংগঠনের কোনো নেতা শহীদ হবেন তখন নতুন প্রজন্মের অন্য কোনো নেতা দিয়ে সেই শূন্যস্থান পূরণ করা হবে এবং দৃঢ়ভাবে ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না অধিকৃত ভূমি থেকে ইহুদিবাদীরা নিশ্চিহ্ন হয়।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২৮