সাইয়্যেদ নাসরুল্লাহকে হত্যায় গোয়েন্দা তথ্য ও ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা
(last modified Wed, 05 Mar 2025 04:29:48 GMT )
মার্চ ০৫, ২০২৫ ১০:২৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ\\\'র দাফন অনুষ্ঠানে আয়োজিত সমাবেশের একটি দৃশ্য (ফাইল ছবি)
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ\\\'র দাফন অনুষ্ঠানে আয়োজিত সমাবেশের একটি দৃশ্য (ফাইল ছবি)

লেবাননে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন এবং হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার কাজে আমেরিকা সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ করেছেন প্রতিরোধ সংগঠনটির একজন সিনিয়র নেতা।

হিজবুল্লাহর সম্পদ ও সীমান্ত বিষয়ক পরিচালক নাওয়াফ আল-মুসাভি লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন।

তিনি বলেন, ওয়াশিংটন বিগত ২৫ বছরে হিজবুল্লাহর বিরুদ্ধে তার গোয়েন্দা অভিযান ১০ গুণ বাড়িয়েছে, কিন্তু এ সময়ে হিজবুল্লাহ আরো বেশি সংকল্পবদ্ধ হয়েছে এবং দখলদার ইসরাইলে নিজের হামলা চালানোর সক্ষমতা অক্ষুণ্ন রেখেছে।

মুসাভি বলেন, হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে আমেরিকা ভূমিকা পালনে করেছে।  গত বছরের ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতের শহরতলীতে এক ভয়াবহ বিমান হামলায় সাইয়্যেদ নাসরুল্লাহ শাহাদাতবরণ করেন।

হিজবুল্লাহর এই পদস্থ কর্মকর্তা বলেন, বৈরুতের দাহিয়ে এলাকায় নাসরুল্লাহর সদরদপ্তরে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে তা  ইহুদিবাদী ইসরাইলের অস্ত্র ভাণ্ডারে ছিল না। শুধুমাত্র সাইয়্যেদ নাসরুল্লাহকে হত্যা করার কাজে তেল আবিবকে ওই ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ওয়াশিংটন।

সাক্ষাৎকারের অন্য অংশে মুসাভি বলেন, গাজা যুদ্ধের সময় ইসরাইলি হামলায় বড় রকমের ক্ষতির শিকার হয়েছে হিজবুল্লাহ,  কিন্তু তাতে যেমন এই আন্দোলন শেষ হয়ে যায়নি তেমনি প্রতিরোধ ফ্রন্টও টিকে রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।