নেতানিয়াহুর অবতরণের সময় বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
(last modified Sun, 29 Sep 2024 04:40:45 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১০:৪০ Asia/Dhaka
  • ফিলিস্তিনি-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
    ফিলিস্তিনি-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবার সরাসরি ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নিউ ইয়র্ক থেকে ফিরে এসে যুদ্ধবাজ ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওই বিমানবন্দরে অবতরণ করার সময়কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, হামলায় ফিলিস্তিনি-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রটি ইসরাইলি আকাশসীমায় প্রবেশের পর বেন গুরিয়ন বিমানবন্দরের ভেতরে সাইরেন বেজে ওঠে। পরে অবশ্য ওই বিমানবন্দরে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিধ্বস্ত করা হয়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রদর্শন এবং গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরাইলের চলমান অপরাধযজ্ঞের জবাবে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের একদিন পর এ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন। দেশটির হুথি আনসারুল্লাহ যোদ্ধারা হিজবুল্লাহ নেতার শাহাদাত সত্ত্বেও গাজাবাসীর সমর্থনে চলমান জিহাদ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৯

 

 

ট্যাগ