লেবানন থেকে ৫০ হাজারের বেশি মানুষ সিরিয়ায় পালিয়ে গেছে: জাতিসংঘ
(last modified Sun, 29 Sep 2024 07:19:28 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১৩:১৯ Asia/Dhaka
  • ৫০ হাজারের বেশি মানুষ লেবানন ছেড়ে সিরিয়ায় পালিয়ে গেছে
    ৫০ হাজারের বেশি মানুষ লেবানন ছেড়ে সিরিয়ায় পালিয়ে গেছে

জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, দক্ষিণ বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের রক্তক্ষয়ী গণহত্যার মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ লেবানন ছেড়ে সিরিয়ায় পালিয়ে গেছে।

তিনি সামাজিক মাধ্যম এক্স পেইজে এক পোস্টে একথা জানান। তিনি লিখেছেন, "লেবাননে বসবাসকারী ৫০ হাজারের বেশি লেবানন ও সিরিয়ার নাগরিক পালিয়ে যাওয়ার পাশাপাশি লেবাননের অভ্যন্তরে দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।"

গত সোমবার থেকে ইহুদিবাদী ইসরাইল মারাত্মক বিমান হামলা শুরু করার পর এ পর্যন্ত লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাদুই লাখ ১১ হাজার ছাড়িয়েছে।  

ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, ইউএনএইচসিআর আগে সতর্ক করেছিল যে, “এই অঞ্চলটি নতুন করে উদ্বাস্তুর বোঝা বহন করার মতো অবস্থায় নেই।"

সোমবার থেকে বৈরুতে ইসরাইল যে বর্বর বিমান হামলা শুরু করেছে তা চলতি বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এতে অন্তত ৫০টি শিশু সহ ৭০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এই হামলায় শহীদ হয়েছেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৮

 

ট্যাগ