ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা
‘পশ্চিম এশিয়ায় ইসরাইলের কোনো ভবিষ্যৎ নেই’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে শহীদ করার ঘটনা ইসরাইলের পতনকে ত্বরান্বিত করবে এবং পশ্চিম এশিয়ায় দখলদারদের কোনো ভবিষ্যত থাকবে না।
আব্বাস আরাকচি নিউইয়র্ক সফরের শেষ পর্যায়ে আজ (রোববার) এই মন্তব্য করেন। ইরানের সাংবাদিকদের সাথে কথা বলার সময়, তিনি "মহান প্রতিরোধের কমান্ডার" এর শাহাদাতে সমবেদনা জানিয়ে বলেন, তার রক্ত হিজবুল্লাহর শক্তি বৃদ্ধি করবে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, "অবশ্যই এই শাহাদাত একটি বড় ক্ষতি, তবে এ ঘটনা প্রতিরোধকামীদের দৃঢ়তায় কোনো ব্যাঘাত ঘটাবে না। তারা প্রথমে গাজা এবং তারপর লেবাননে যা করেছে, তাতে অবশ্যই এই অঞ্চলে ইহুদিবাদী দখলদারদের কোনো ভবিষ্যত থাকবে না। তারা কখনই শান্তি দেখতে পাবে না। প্রকৃতির বিচার ইহুদিবাদী শাসনের পতনের ত্বরান্বিত করবে।”
আব্বাস আরাকচি আরো বলেন, আমেরিকাকে ইসরাইলি অপরাধের একটি "অংশীদার" হিসাবে দেখে ইরান। চলমান সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অক্ষমতার বিষয়ে তিনি হতাশা প্রকাশ করেন।
শীর্ষ ইরানি কূটনীতিক বলেন, তিনি ইসরাইলের নৃশংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃত্ব দেয়ার জন্য জাতিসংঘের প্রধানকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন