ইয়েমেনের হুদায়দা বন্দরের তেল ও বিদ্যৎ স্থাপনার ওপর ইসরাইলি হামলা  
https://parstoday.ir/bn/news/event-i142162-ইয়েমেনের_হুদায়দা_বন্দরের_তেল_ও_বিদ্যৎ_স্থাপনার_ওপর_ইসরাইলি_হামলা
ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ইয়েমেনের কৌশলগত পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হুদায়দায় বিমান হামলা চালিয়েছে। গতকাল (রোববার) রাতে লোহিত সাগর তীরবর্তী এই বন্দরনগরীর তেল ও বিদ্যুৎ স্থাপনার ওপর ওই হামলা চালানো হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ০৯:৩৪ Asia/Dhaka
  • ইয়েমেনের হুদায়দা বন্দরের তেল ও বিদ্যৎ স্থাপনার ওপর ইসরাইলি হামলা  

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ইয়েমেনের কৌশলগত পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হুদায়দায় বিমান হামলা চালিয়েছে। গতকাল (রোববার) রাতে লোহিত সাগর তীরবর্তী এই বন্দরনগরীর তেল ও বিদ্যুৎ স্থাপনার ওপর ওই হামলা চালানো হয়।

ইহুদিবাদী বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার এটির যুদ্ধবিমানগুলো হুদায়দার রাস ইসা বন্দর, আল-হাদি ও আল-খাতিব বিদ্যুৎ কেন্দ্র এবং ওই এলাকায় ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের কিছু ‘স্পর্শকাতর’ স্থাপনায় হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিমান ও গোয়েন্দা বিমানসহ কয়েক ডজন বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ‘বিশাল আকারের অভিযান’ চালিয়েছে। হুদায়দার অধিবাসীরা বলেছেন, ইসরাইলি হামলার পর বন্দরের বেশিরভাগ অংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এসব হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

হুদায়দা বন্দরে তেল রপ্তানি করার জন্য বিভিন্ন স্থাপনা রয়েছে। কিন্তু ইয়েমেনের জন্য বেসামরিক পণ্যের পাশাপাশি মানবিক ত্রাণ প্রবেশের প্রধান রুট এই হুদায়দা বন্দরে অবস্থিত। এর আগে গত জুলাই মাসে এই বন্দরনগরীতে ইহুদিবাদী যুদ্ধবিমাননের হামলায় অন্তত নয়জন নিহত ও ৮৭ জন আহত হন।

ইয়েমেনের সশস্ত্র্র বাহিনী ইসরাইলের রাজধানী বেন তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্যে করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একদিন পর হুদায়দা বন্দরে হামলা চালানো হলো। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।