ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের রেকর্ড স্থাপন
https://parstoday.ir/bn/news/event-i142182
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত মার্চ মাস থেকে এ পর্যন্ত চলতি ফার্সি বছরে ৭০০ কোটি কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক স্পর্শ করেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১৩:০৬ Asia/Dhaka
  • ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের রেকর্ড স্থাপন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত মার্চ মাস থেকে এ পর্যন্ত চলতি ফার্সি বছরে ৭০০ কোটি কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক স্পর্শ করেছে।

গতকাল (রোববার) তিনি বলেন, পারস্য উপসাগরের উপকূল বরাবর দক্ষিণ ইরানে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষতা এবং সুরক্ষার দিক থেকে গত বছর বিশ্বের সেরা আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ছিল।

ইরানের সংসদের পরিকল্পনা, বাজেট এবং অডিট কমিটির সদস্যদের ব্রিফিং করার সময় ইসলামি এ তথ্য জানান। তিনি বলেন, গত ১০ বছরে বুশেহর পারমাণবিক কেন্দ্রে যে বিদ্যুত উত্পাদন হয়েছে তার মূল্য ছিল বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের জন্য সরকার যে বিনিয়োগ করেছে তার দ্বিগুণ।

এইওআই’র প্রধান বলেন, ইরান তার উত্তর ও দক্ষিণে নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা গুরুত্বের সাথে বাস্তবায়নের চেষ্টা করছে কারণ এই খাতে ইরানের উচ্চ দক্ষতা রয়েছে।

ইরানের এ কর্মকর্তা বলেন, এইওআই তার নতুন পারমাণবিক স্থাপনা প্রতিষ্ঠার জন্য ভূতাত্ত্বিক অধ্যয়ন প্রকল্পের মাঝামাঝি রয়েছে। ২ বছর মেয়াদি এ প্রকল্প শেষে পুরো স্থাপনা তৈরির প্রক্রিয়া শেষ করতে ৫ থেকে ৭ বছর সময় লাগবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩০