৭ অক্টোবর অভিযানের বার্ষিকী
ইসরাইলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করল ইয়েমেন
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের ঐতিহাসিক অপারেশন আল-আকসা স্টর্মের প্রথম বার্ষিকী উপলক্ষে ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে একটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (সোমবার) বলেন, ফিলিস্তিন-২ এবং জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে। তিনি জানান, "অভিযানটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে।"
ইয়েমেনে এই প্রথম জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলা চালালো। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ম্যানুভার করতে এবং শত্রুর রাডার ফাঁকি দিতে পারে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২০০০ কিলোমিটার যা মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে পৌঁছাতে পারে।
এর আগের দিন, ইয়েমেনি বাহিনী বেশ কয়েকটি ইয়াফা এবং সামাদ-৪ ড্রোন দিয়ে ইসরাইলের সর্ব দক্ষিণে তেল আবিব এবং ইলাত বন্দরকে লক্ষ্যবস্তু করে। জেনারেল সারি বলেন, এসব ড্রোনের মধ্যে কয়েকটি সফলভাবে তাদের লক্ষ্যে আঘাত হানে।"#
পার্সটুডে/এসআইবি/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন