আরজি কর হাসপাতালে সিনিয়র ডাক্তারদের গণইস্তফা, প্রশাসনে তোলপাড়
https://parstoday.ir/bn/news/event-i142458-আরজি_কর_হাসপাতালে_সিনিয়র_ডাক্তারদের_গণইস্তফা_প্রশাসনে_তোলপাড়
ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় আজ শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৮, ২০২৪ ১৭:১৫ Asia/Dhaka
  • আরজি কর হাসপাতালে সিনিয়র ডাক্তারদের গণইস্তফা, প্রশাসনে তোলপাড়

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় আজ শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই।

চার্জশিটে, আসামি সিভিক ভলান্টিয়ারই আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত বলে বহু প্রমাণ পেয়েছে সিবিআই। সংগৃহীত বয়ান, ভিডিয়ো এবং ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে আসামির বিরুদ্ধে মোট ১১টি প্রমাণ পাওয়া গিয়েছে।

আরজি করে সিনিয়র ডাক্তারদের গণইস্তফা, প্রশাসনে তোলপাড়

সিনিয়র ডাক্তারদের গণইস্তফা

এদিকে, আরজি করে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনকে সংহতি জানিয়ে আজ (মঙ্গলবার) হাসপাতালটির ৫০ জনের বেশি সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন। গণ ইস্তফার পর দেখা যায় যে, হল থেকে সিনিয়র ডাক্তারেরা গণ ইস্তফায় সই করে বের হচ্ছেন, বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ‘গার্ড অফ অনার দিচ্ছেন’ জুনিয়র ডাক্তাররা।

এর আগেও জুনিয়র ডাক্তারদের সমর্থনে রাস্তায় নেমেছেন সিনিয়র ডাক্তারেরা। তারা প্রতীকী অনশনও করেছেন। তবে আরজি করের মতো হাসপাতালে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা অন্য সব কিছুর থেকে আলাদা বলে মনে করছেন অনেকে। প্রশাসনিক মহলের অনেকের বক্তব্য, এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে।

আরজি কর হাসপাতালে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা নিয়ে এরইমধ্যে তোলপাড় শুরু হয়েছে প্রশাসনে। চিকিৎসক মহলের খবর, এসএসকেএম এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজেও প্রায় একই ধরনের পরিকল্পনা নিচ্ছেন সিনিয়র ডাক্তারেরা। নবান্ন সূত্র বলছে, আজ বিকালে উদ্ভূত পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে।#

পার্সটুডে/জিএআর/৮