‘বিচারের দাবিতে’ গণইস্তফা কলকাতা মেডিক্যালের চিকিৎসকদের
(last modified Wed, 09 Oct 2024 10:56:48 GMT )
অক্টোবর ০৯, ২০২৪ ১৬:৫৬ Asia/Dhaka
  • ‘বিচারের দাবিতে’ গণইস্তফা কলকাতা মেডিক্যালের চিকিৎসকদের

ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে  চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে এবার কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সিনিয়ার চিকিৎসরা গণ ইস্তফা দিলেন।

আজ (বুধবার) সকালে প্রায় শতাধিক সিনিয়র চিকিৎসক গণ ইস্তফা দেন। প্রত্যেকেই স্লোগান তুললেন, "উই ওয়ান্ট জাস্টিস।" একইদিনে মেদিনীপুর মেডিক্যাল কলেজের সিনিয়ার ডাক্তাররাও গণ ইস্তফা দিয়েছেন। তারা বলেছেন, জুনিয়ার ডাক্তারদের দাবি যৌক্তিক। অথচ রাজ্য সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তারা গণ ইস্তফা দিয়েছে। পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কথাও বলেন তারা।

এরআগে গতকাল (মঙ্গলবার) গণ ইস্তফা দিয়েছিলেন আর জি করের ৫০ জন সিনিয়র চিকিৎসক।

চিকিৎসকদের আমরণ অনশন

প্রসঙ্গত, ১০ দফা দাবিপূরণে ধর্মতলায় আমরণ অনশনে শামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে যোগদানকারীর সংখ্যা বাড়ছে। তাদের পাশে দাঁড়াতে মঙ্গলবার ১২ ঘণ্টা প্রতীকী অনশন করেন মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। রিলে অনশনের মধ্যে মঙ্গলবার দুপুরেই গণ ইস্তফাপত্রে সই করেন আর জি করের ৫০ জন সিনিয়র ডাক্তার। বুধবার থেকে দেশজুড়ে চলছে প্রতীকী অনশন।

পার্সটুডে/জিএআর/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ