জাতিসংঘের শান্তিরক্ষী আহত: ইতালিতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব
https://parstoday.ir/bn/news/event-i142534-জাতিসংঘের_শান্তিরক্ষী_আহত_ইতালিতে_নিযুক্ত_ইসরাইলি_রাষ্ট্রদূতকে_তলব
দক্ষিণ লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি সেনাদের নির্বিচার গোলাবর্ষণে অন্তত দু’জন শান্তিরক্ষী আহত হয়েছেন। এর প্রতিবাদে রোমে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১১, ২০২৪ ১৪:২৯ Asia/Dhaka
  • জাতিসংঘের শান্তিরক্ষী আহত: ইতালিতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব

দক্ষিণ লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি সেনাদের নির্বিচার গোলাবর্ষণে অন্তত দু’জন শান্তিরক্ষী আহত হয়েছেন। এর প্রতিবাদে রোমে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

ইতালি সরকারের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার শান্তিরক্ষীদের ওপর কামানের গোলাবর্ষণের প্রতিবাদে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেন। তিনি ইসরাইলি হামলার এ ঘটনাকে ‘অসহনীয়’ বলে মন্তব্য করেন।

লেবাননে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী- ইউনিফিলের মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি জানিয়েছেন, ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননে অবস্থিত ইউনিফিলের তিনটি ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে।  এ সময় দু’জন শান্তিরক্ষী পর্যবেক্ষণ টাওয়ার থেকে পড়ে গিয়ে আহত হন।

দক্ষিণ লোবননে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য ১৯৭৮ সালের মার্চ মাসে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ। বর্তমানে ইসরাইলের সীমান্তবর্তী ওই এলাকায় বিশ্বের ৫০টি দেশ থেকে ইউনিফিলের ১০ হাজার ৫৮ জন শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন। এদের মধ্যে প্রায় এক হাজার সৈন্য ইতালির এবং ইউনিফিলের বর্তমান প্রধান কমান্ডারও ইতালির একজন সেনা কর্মকর্তা।

তবে বৃহস্পতিবারের হামলায় যে দুজন শান্তিরক্ষী আহত হয়েছেন তারা ইন্দোনেশিয়ার নাগরিক। তাদের দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের আঘাত গুরুতর নয় বলে ইউনিফিল জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিশ্বের আরো বহু দেশ জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে।#
পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।