হামাস নেতার শাহাদাতে আইআরজিসির প্রধান কমান্ডারের শোকবার্তা
‘সিনওয়ারের শাহাদাত প্রতিরোধের ক্রোধের শিখাকে আরও প্রজ্জ্বলিত করেছে’
-
সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ফিলিস্তিনের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সিনওয়ার বুধবার দক্ষিণ গাজার যুদ্ধক্ষেত্রে ইসরাইলি বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাহাদাতবরণ করেন।
শুক্রবার হামাসের পক্ষ থেকে তার শাহাদাতের খবর নিশ্চিত করার পর জেনারেল সালামি সিনওয়ারকে ‘ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধের অক্লান্ত যোদ্ধা ও অভিজাত সদস্য’ এবং সেইসঙ্গে ‘অপরাধী ও নির্দয় ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সংগ্রামের কিংবদন্তি’ হিসেবে ভুয়সী প্রশংসা করেন।
হামাস নেতার শাহাদাত ‘ইহুদিবাদ-বিরোধী প্রতিরোধের ক্রোধের শিখাকে আরও প্রজ্জ্বলিত করেছে’ জানিয়ে আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, সিনওয়ারের নাম এখন তার পূর্বসূরি ইসমাইল হানিয়া এবং হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমাদ ইয়াসিনের মতো প্রতিরোধ নেতাদের নামের সঙ্গে জ্বলজ্বল করছে।
ইরানের এই কমান্ডার বলেন, “মহান আল্লাহর ইচ্ছায় [ইহুদিবাদ-বিরোধী] এই ক্রোধের আগুন অদূর ভবিষ্যতে পবিত্র ভূমি [ফিলিস্তিনের] দখলকারীদেরকে ভস্মে পরিণত করবে।”
জেনারেল সালামি শহীদ সিনওয়ারের ভুয়সী প্রশংসা করে বলেন, তিনি হামাসকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করেছিলেন। এছাড়া তিনি আন্দোলনের পলিটব্যুরো প্রধানের দায়িত্ব গ্রহণের পর ‘ইহুদিবাদীদের জন্য একটি ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছিলেন এবং দখলদার সরকার ও তার সমর্থকদের অন্তরে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন।’
সালামি বলেন, ইহুদিবাদী ইসরাইলের দাবি অনুযায়ী, সিনওয়ার গাজার গোপন সুড়ঙ্গের অবকাশ থেকে নয় বরং যুদ্ধক্ষেত্রের কেন্দ্রস্থলে এবং সামনের সারিতে প্রতিরোধ যোদ্ধাদের নেতৃত্ব দেওয়ার সময় শাহাদাতের অমীয় সুধা পান করেন। ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতের ফলে ইসরাইলবিরোধী চলমান যুদ্ধ আরো বেগবান হবে বলে জেনারেল সালামি আশা প্রকাশ করেন।#
পার্সটুডে/এমএমআই/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।