আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতি রেখেই ইরান ইসরাইলকে জবাব দেবে: ইরাভানি
(last modified Tue, 29 Oct 2024 04:35:34 GMT )
অক্টোবর ২৯, ২০২৪ ১০:৩৫ Asia/Dhaka
  • আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতি রেখেই ইরান ইসরাইলকে জবাব দেবে: ইরাভানি

জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব দেয়ার অধিকার রাখে তেহরান এবং সম্ভাব্য জবাব হবে আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতি রেখে।

গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে তিনি একথা বলেন। ইরানের খুঁজেস্তান, ইলাম এবং তেহরান প্রদেশের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন চালানোর পর ইরানের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের সামরিক বাহিনী ইসরাইলের এসব আগ্রাসন যথেষ্ট সফলতার সাথে মোকাবেলা করেছে। 

গতকালের বৈঠকে আমির সাঈদ ইরাভানি বলেন, “একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরাইলি আগ্রাসনের জবাব দেয়ার অধিকার রাখে এবং উপযুক্ত সময়ে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুসারে এই অধিকার প্রয়োগ করবে।”

তিনি বলেন, “আমাদের জবাব হবে আইন অনুসারে, আন্তর্জাতিক আইনের সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্য রেখে।”

ইরাভানি ইসরাইলি নৃশংসতাকে "আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন" হিসাবে নিন্দা করেন। এই আগ্রাসনে চার ইরানি সেনা এবং একজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।

আমির সাঈদ ইরাভানি দুঃখ প্রকাশ করে বলেন, আমেরিকা হচ্ছে দখলদার ইসরাইলের সবচেয়ে বড় মিত্র। তারা তেল আবিবকে "নিঃশর্ত ও দৃঢ়" সমর্থন দিয়ে আসছে এবং ইসরাইলকে জবাবদিহি করার জন্য নিরাপত্তা পরিষদের প্রচেষ্টায় বাধা দিয়ে আগ্রাসন চালানোর জন্য উৎসাহিত করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ