বাজার বিশ্লেষকের মন্তব্য
ট্রাম্পের কারণে চীনে ইরানের তেল রপ্তানি বন্ধ হবে না
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় তেল কোম্পানির সাবেক আন্তর্জাতিক সম্পর্ক বিষয় প্রধান মোহসেন কামসারি বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন যদি আবার ইরানের ওপর নিষেধাজ্ঞা কঠোর করে তাহলে তাতে চীনের বেসরকারি কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি খুব বেশি প্রভাবিত হবে না।
ইরানের এই বাজার বিশ্লেষক বলেন, দীর্ঘদিন ধরে চীনের তেল কোম্পানিগুলো ইরান থেকে তেল আমদানি করে এবং সেভাবেই তাদের সমস্ত ব্যবস্থা করে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেও চীনের কোম্পানিগুলো হঠাৎ করেই তাদের ব্যবস্থা সব বদলে ফেলতে পারবে না। ফলে তাদেরকে ইরান থেকে তেল নিতে হবে।
গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে দাবী করা হয়, চীনের তেল শোধনকারী কোম্পানিগুলো ইরানের পরিবর্তে রাশিয়ার থেকে তেল আমদানির চিন্তা করছে। কারণ তারা আশঙ্কা করছে যে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করতে পারে। এই প্রতিবেদন প্রকাশের পর কামসারি কার সাথে দ্বিমত প্রকাশ করলেন।#
পার্সটুডে/এসআইবি/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।