মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড
বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ: বিক্ষিপ্ত সংঘর্ষ, ফলপ্রকাশ শনিবার
ভারতের ঝাড়খণ্ডে দ্বিতীয় দফা এবং মহারাষ্ট্রে প্রথম দফার বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। একই সাথে চার রাজ্য উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কেরল এবং উত্তরখণ্ডে উপনির্বাচন শেষ হয়েছে।
যোগীরাজ্য ও পাঞ্জাবে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনি গাইড লাইন না মানার কারণে ৭ পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। তবে চার রাজ্যে ১৫ বিধানসভা আসনে শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে।
ঝাড়খণ্ডে এবং মহারাষ্ট্রে নির্বাচনের ফলপ্রকাশ করা হবে শনিবার। দুই রাজ্যেই ক্ষমতা দখলের লড়াই খুব তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। তবে এনডিএ নাকি ইন্ডিয়া জোট শেষ হাসি হাসবে তা জানার জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মহারাষ্ট্রের ২৮৮ আসনে নির্বাচন হয়েছে। অন্যদিকে ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় আগের দফার ৪৩ আসনের পর আজ বাকি ৩৮ কেন্দ্রে ভোট হয়েছে।
অন্যদিকে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের পরিবর্তে বিজেপি ও শরিক দলগুলি ক্ষমতা দখল করবে কিনা সেদিকেও নজর গোটা দেশের।
আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলকে ভোটদানে উৎসাহিত করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন ‘আজ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আপনারা উৎসাহের সঙ্গে এর অংশ হয়ে উঠুন এবং গণতন্ত্রের উৎসবের জৌলুস বৃদ্ধি করুন।#
পার্সটুডে/জিএআর/২০