আহত সেনাদের চেয়ে মানসিক ট্রমায় আক্রান্তের সংখ্যা বেশি
গত কয়েক মাসে ৬ ইসরাইলি সেনার আত্মহত্যা: ইসরাইলি পত্রিকা
-
ইসরাইলি সেনা
গাজা উপত্যকা ও লেবাননের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধ করতে গিয়ে মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে গত কয়েক মাসে অন্তত ছয় ইসরাইলি সেনা আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
ইসরাইলি দৈনিক ইয়াদিওত আহারোনোথ শুক্রবার এ খবর দিয়ে জানিয়েছে, অঘোষিত ও প্রকৃত আত্মহত্যাকারী সেনার সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। তবে আত্মহত্যাকারী সেনাদের নাম-পরিচয় প্রকাশ করেনি দৈনিকটি।
আত্মঘাতী ইহুদিবাদী সেনাদের প্রকৃত সংখ্যা ও পরিচয় প্রকাশ করার জন্য ইসরাইলের ভেতরেই দাবি জোরদার হওয়া সত্ত্বেও দখলদার সরকার এ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
গাজা যুদ্ধ থেকে ফিরে যাওয়া হাজার হাজার ইহুদিবাদী সেনা মানসিক চিকিৎসা কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছে। তাদের মধ্যে অনেকেই ভয়ঙ্কর ট্রমায় আক্রান্ত হয়ে পড়েছে। রিপোর্টে বলা হয়েছে, গাজা যুদ্ধে আহত ইসরাইলি সেনার চেয়ে মানসিক ট্রমায় আক্রান্ত সেনার সংখ্যা বেশি হতে পারে।
ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত দখলদার সেনাদের নানামুখী হামলায় গাজার অন্তত ৪৪ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহতের সংখ্যা প্রায় এক লাখ পাঁচ হাজার। এছাড়া, আরো হাজার হাজার গাজাবাসী নিখোঁজ রয়েছেন যাদের সবাই শহীদ হয়েছেন বলে মনে করা হচ্ছে। এসব হতভাগ্য মানুষের লাশ ইসরাইলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির নীচে চাপা পড়ে রয়েছে। #
পার্সটুডে/এমএমআই/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।