জবাব দেবে তেহরান, চালু করছে নতুন ও উন্নতমানের সেন্ট্রিফিউজ 
https://parstoday.ir/bn/news/event-i144106-জবাব_দেবে_তেহরান_চালু_করছে_নতুন_ও_উন্নতমানের_সেন্ট্রিফিউজ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে যে প্রস্তাব পাস করা হয়েছে তার বিরুদ্ধে শক্ত জবাব দেয়ার পদক্ষেপ নিয়েছে তেহরান। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৩, ২০২৪ ১১:২৮ Asia/Dhaka
  • জবাব দেবে তেহরান, চালু করছে নতুন ও উন্নতমানের সেন্ট্রিফিউজ 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে যে প্রস্তাব পাস করা হয়েছে তার বিরুদ্ধে শক্ত জবাব দেয়ার পদক্ষেপ নিয়েছে তেহরান। 

পাস হওয়া প্রস্তাবের জবাবে ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই নতুন উন্নতমানের সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে বলে জানিয়েছেন ইরানের আন্তর্জাতিক, বিচার ও রাজনৈতিক বিষয়ক উপপ্রধান বেহরুজ কামালভান্দি। তিনি বলেন, “আইএইএ-তে প্রস্তাবটি পাস হওয়ার পরপরই পাল্টা ব্যবস্থা নেয়া হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের তৎপরতা বাড়াবো।”
তিনি বলেন, “আমরা বিভিন্ন উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করব, গবেষণার গতি বাড়াবো এবং শিল্প পর্যায়ে এসব যন্ত্রপাতি ও অবকাঠামোগত উন্নয়ন ঘটাবো।”

কামালভান্দি বলেন, ইউরোপীয় দেশগুলো চাপ প্রয়োগের কৌশলের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিকে পিছিয়ে দিতে চায় কিন্তু আমরা কোনমতেই তা হতে দেব না।”
ইরানের এ কর্মকর্তা আরো বলেন, এবার ইউরোপীয় দেশগুলোর তোলা প্রস্তাবের পক্ষে যে সমস্ত দেশ ভোট দিয়েছে তাদের সংখ্যা আগের চেয়ে কমেছে। বেহরুজ কামালভান্দি বলেন, গত সপ্তাহে যখন আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি ইরান সফর করেন তখন তাকে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দেয়া হয়েছে এবং দেখানো হয়েছে যে, ইরানবিরোধী প্রস্তাব পাস করলে প্রস্তুত করা সেন্ট্রিফিউজগুলো চালু করা হবে। তিনি পরিষ্কার করে আরো বলেন, আইএইএ-তে পাস হওয়া এই প্রস্তাব পরমাণু শিল্পখাতে ইরানের সক্ষমতাকে আরো বাড়াবে।

বৃহস্পতিবার আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির তোলা ইরান-বিরোধী প্রস্তাব পাস করা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৯টি দেশ, বিরোধিতা করেছে তিন দেশ এবং ভোটদানে বিরত ছিল ১২টি দেশ। পরমাণু স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে ইরান খুব বেশি সহযোগিতা করছে না -এমন অভিযোগ এনে ইউরোপীয় এই তিন দেশ ইরানের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করে।#
পার্সটুডে/এসআইবি/২৩ 
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।