উন্নত সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে ইরান: কালিবফ
(last modified Mon, 25 Nov 2024 07:05:38 GMT )
নভেম্বর ২৫, ২০২৪ ১৩:০৫ Asia/Dhaka
  • উন্নত সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে ইরান: কালিবফ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ বলেছেন, তার দেশের বেসামরিক পরমাণু কর্মসূচির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রস্তাব পাস করার জবাবে তেহরান নতুন এবং উন্নত সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে।

কালিবফ গতকাল (রোববার) সংসদের উন্মুক্ত অধিবেশনে এ তথ্য দেন। গত সপ্তাহে আইএই’র বোর্ড অফ গভর্নর্স ইরান-বিরোধী প্রস্তাব পাস করেছে। প্রস্তাবের পক্ষে ১৯ দেশ এবং বিপক্ষে তিন দেশ ভোট দেয়। তবে ভোটদানে বিরত ছিল ১২টি দেশ।

তিনি বলেন- ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং আমেরিকার তোলা এ প্রস্তাব “ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।” তিনি আরো বলেন, এসব দেশ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে অযৌক্তিক এবং অ-সম্মতিমূলক" প্রস্তাব পাস করেছে।

কালিবফ বলেন, "আইএইএ'র বোর্ড অফ গভর্নরদের রাজনৈতিক অপব্যবহারের প্রতিবাদে ইরান অবিলম্বে জবাব দিয়েছে এবং ধারবাহিকভাবে উন্নত সেন্ট্রিফিউজগুলো চালু করা শুরু করেছে।

তিনি জানান, আইএইএ’র বিশ্বাসযোগ্যতা এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি সংস্থার সাথে তেহরানের গঠনমূলক যোগাযোগের পরিবেশকে বিঘ্নিত করার জন্য ইউরোপের তিন দেশ ও আমেরিকা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। বাকের কালিবফ এজন্য এসব দেশের কঠোর নিন্দা ও সমালোচনা করেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৫