প্রতিরোধ ফ্রন্টকে নিরবচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে যাবে ইরান: সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/event-i144214-প্রতিরোধ_ফ্রন্টকে_নিরবচ্ছিন্নভাবে_সমর্থন_দিয়ে_যাবে_ইরান_সেনাপ্রধান
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মূসাভি বলেছেন, বর্ণবাদী ইসরাইল সরকারের আগ্রাসনের মোকাবিলায় প্রতিরোধ ফ্রন্টকে তাদের ‘বৈধ ও ন্যায়সঙ্গত’ লড়াইয়ে নিরবচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে যাবে ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৬, ২০২৪ ০৯:৪৫ Asia/Dhaka
  • ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মূসাভি
    ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মূসাভি

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মূসাভি বলেছেন, বর্ণবাদী ইসরাইল সরকারের আগ্রাসনের মোকাবিলায় প্রতিরোধ ফ্রন্টকে তাদের ‘বৈধ ও ন্যায়সঙ্গত’ লড়াইয়ে নিরবচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে যাবে ইরান।

জেনারেল মূসাভি তেহরানে এক অনুষ্ঠানে বলেছেন, গাজা যুদ্ধ পরবর্তী সময়ের জন্য ইহুদিবাদী ইসরাইলের কাছে কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার এক বছরেরও বেশি সময় পর এখন ইসরাইল একটি চরম অচলাবস্থার মুখে পড়েছে।  নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ার কারণে দখলদার সরকার যুদ্ধ পরবর্তী সময়ের জন্য কোনো পরিকল্পনা তুলে ধরতে পারছে না।

ইরানের সেনাপ্রধান বলেন, প্রতিরোধ ফ্রন্ট এখনও পূর্ণ শক্তিতে বিদ্যমান এবং তারা বিগত এক মাসে ইহুদিবাদী সরকারকে বড় ধরনের আঘাত করেছে।  তিনি আরো বলেন, আগ্রাসী ও দাম্ভিক শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট হচ্ছে প্রধান রক্ষাকবজ।

জেনারেল মূসাভি বলেন, প্রতিরোধ শুধু সামরিক খাতে সীমাবদ্ধ নয় বরং এটির মধ্যে শক্তি ও ক্ষমতার সবগুলো উপাদান বিদ্যমান। তিনি বলেন, গত বছরের আল-আকসা তুফান অভিযানের নেতৃত্ব দিয়েছে হামাস এবং সেটি ছিল একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ওই অভিযানের ফলে ইসরাইলের পশ্চিমা শাসক গোষ্ঠীগুলোর মধ্যে দ্বিধাবিভক্তি দেখা যায়।

জেনারেল মূসাভি বলেন, সবচেয়ে সন্দেহবাতিক মানুষটিরও এখন আর এ ব্যাপারে সংশয় নেই যে, ইহুদিবাদী ইসরাইল আর ২৫ বছরেরও কম সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে। #

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।