ইউক্রেনকে সবুজ সংকেত দেয়ার কথা নিশ্চিত করল হোয়াইট হাউস
(last modified Tue, 26 Nov 2024 05:31:11 GMT )
নভেম্বর ২৬, ২০২৪ ১১:৩১ Asia/Dhaka
  • ইউক্রেনকে সবুজ সংকেত দেয়ার কথা নিশ্চিত করল হোয়াইট হাউস

রাশিয়ার গভীর অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দেয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ওয়াশিংটন।

গতকাল (সোমবার) মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কারবি সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এই তথ্য জানান। তিনি বলেন, তাৎক্ষণিক প্রয়োজনের ভিত্তিতে ইউক্রেন নিজেদেরকে রক্ষার জন্য এটিএসিএমএস ব্যবহার করতে পারে। তার এই ঘোষণা মধ্যদিয়ে ইউক্রেন যুদ্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমেরিকার অবস্থানে আমূল পরিবর্তনের কথা পরিষ্কার করা হলো। আমেরিকা অনেক আগে থেকেই বলে আসছিল যে, তারা রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেবে না।

সম্প্রতি ইউক্রেন রাশিয়ার গভীরে আমেরিকার তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের অনেক কর্মকর্তা মার্কিন অবস্থানের পরিবর্তন নিয়ে কথা বলছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে একেবারেই নীরব ছিলেন। জন কারবির ঘোষণার মধ্য দিয়ে সেই নীরবতা ভাঙলো।

জন কারবি বলেন,আমরা আমাদের অবস্থানে পরিবর্তন করেছি এবং ইউক্রেনকে নির্দেশনা দিয়েছি যে, তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলের আশপাশে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সুনির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।

আমেরিকা ও তার পশ্চিমা মিত্র দেশগুলো ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে শক্তিশালী অস্ত্র দিয়ে আসছে। কিন্তু এসব দেশ সবসময় দাবি করছে- তারা যুদ্ধের কোনো পক্ষ নয়।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।