পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
সেনাবাহিনীর ওপর ইসরাইলি হামলায় নিরাপত্তা পরিষদে বৈরুতের অভিযোগ
লেবাননের সামরিক বাহিনীর ওপর বারবার হামলা চালানোর প্রতিবাদে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করতে যাচ্ছে বৈরুত। গতকাল (মঙ্গলবার) লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল ইচ্ছাকৃতভাবে লেবাননের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এর বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে লেবানন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, তারা নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলি আগ্রাসনের বিষয়ে নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করা নির্দেশনা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননের সেনাবাহিনীর ওপর ইসরাইলের হামলা বেড়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
লেবাননী মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ইসরাইলি সেনারা মারজিউন, সারাফান্দ, আল-আমিরিয়া এবং বোর্জ আল-এমলুক শহরের ওপর বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় দশ জন সেনা নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। এ বিষয়গুলো অভিযোগপত্রে উল্লেখ করা হবে বলে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।