রাশিয়ায় আরো এক ব্রিটিশ কূটনীতিক বহিষ্কৃত
(last modified Wed, 27 Nov 2024 06:53:44 GMT )
নভেম্বর ২৭, ২০২৪ ১২:৫৩ Asia/Dhaka
  • মস্কোয় ব্রিটিশ দূতাবাস
    মস্কোয় ব্রিটিশ দূতাবাস

রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের একজন কূটনীতিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করা হয়েছে। রাশিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফএসবি গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, ওই কূটনীতিকের কাগজপত্রে অসঙ্গতি পাওয়ার পর তাকে বহিষ্কার করা হয়। 

এফএসবি এক বিবৃতিতে বলেছে, ব্রিটিশ নাগরিককে গুপ্তচর হিসেবে সন্দেহ করা হচ্ছে এবং তাকে রাশিয়া ছেড়ে চলে যেতে নির্দেশ দেয়া হয়েছে।

এফএসবি জানিয়েছে, গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত ব্রিটিশ এ কর্মকর্তার নাম উইল্কস এডওয়ার্ড প্রিয়র যিনি মস্কোয় ব্রিটিশ দূতাবাসের রাজনৈতিক বিভাগের দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত আগস্ট মাসে ব্রিটেনের ৬ জন কূটনীতিককে গুপ্তচরবৃত্তির দায়ে বহিষ্কার করেছিল রুশ সরকার। তারপর প্রিয়র মস্কোতে কূটনীতিক হিসেবে নিয়োগ পান।

এর আগেও রাশিয়া এবং ব্রিটেন গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে এক দেশ অন্য দেশের কূটনীতিকদের বহিষ্কার করেছে। ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে এই ধরনের ঘটনা বেড়েছে। 

রাশিয়া বারবার অভিযোগ করেছে, ব্রিটিশ ও মার্কিন দূতাবাসের অনেক কর্মী কূটনীতিকের ছদ্মাবরণে রাশিয়ার ভেতরে গুপ্তচরবৃত্তি করে থাকে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।