গাজা ও লেবাননের সমর্থনে ইয়েমেনে লাখ লাখ মানুষের মিছিল
ইয়েমেনের লাখ লাখ মানুষ আজ (শুক্রবার) দখলদার ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। দেশটির সা'দা প্রদশের অন্তত ২৯টি স্কয়ারে বিক্ষোভের আয়োজন করা হয়।
সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে সা'দা শহরের পশ্চিমের একটি বিশাল ময়দানে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন।
আজকের সমাবেশে অংশগ্রহণকারীরা স্পষ্ট ভাষায় বলেছেন, তারা গাজার সঙ্গে রয়েছেন, বিজয় অর্জিত না পর্যন্ত তারা গাজাকে সমর্থন দিয়ে যাবেন। একইসঙ্গে তারা লেবাননের বিজয়কে অভিনন্দন জানিয়েছেন।
তারা বলেন, শহীদদের রক্ত বিজয় নিশ্চিত করবে।
এ সময় বিক্ষোভকারীরা সমস্বরে ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
ইয়েমেনের জনগণ প্রথম থেকে গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে। দেশটির সেনাবাহিনী এ পর্যন্ত গাজা ও লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরাইল ও তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছে। ইয়েমেন থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরাইলের ভেতরে আঘাত হেনেছে।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।