তেহরানের বিরুদ্ধে ন্যাটোর নয়া মহাসচিবের অভিযোগ: ইরানের প্রতিক্রিয়া
(last modified Thu, 05 Dec 2024 09:57:27 GMT )
ডিসেম্বর ০৫, ২০২৪ ১৫:৫৭ Asia/Dhaka
  • ন্যাটোর নতুন মহাসচিবের বক্তব্যে ইরানের প্রতিক্রিয়া
    ন্যাটোর নতুন মহাসচিবের বক্তব্যে ইরানের প্রতিক্রিয়া

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউক্রেন সম্পর্কে নতুন ন্যাটো মহাসচিবের বক্তব্য এবং তেহরানের বিরুদ্ধে অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন।

উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো'র নতুন মহাসচিব মার্ক রুটে গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট (নির্বাচিত) ডোনাল্ড ট্রাম্পকে একটি সতর্কবার্তা দিয়েছেন। ওই সতর্কবার্তায় তিনি দাবি করেছেন, যদি ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার ব্যাপারে ছাড় দিতে বাধ্য করা হয় তাহলে আমেরিকাকে চীন, ইরান ও উত্তর কোরিয়ার ‘গুরুতর হুমকি’ মোকাবেলা করতে হবে।

ইরনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, ইউক্রেনে শান্তির বিষয়ে ন্যাটো মহাসচিবের দাবির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি হামানেহ আজ (বৃহস্পতিবার) তার এক্স সোশ্যাল নেটওয়ার্কে ‌কেটি বার্তা দিয়েছেন। বার্তায় তিনি লিখেছেন ন্যাটোর নয়া মহাসচিব-যিনি দাবি করেন আমেরিকার নির্বাচিত রাষ্ট্রপতির মনস্তত্ত্ব তিনি ভালভাবে জানেন-তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যত সরকারের কর্মকৌশল নির্ধারণে একটি অদ্ভুত পরিকল্পনা নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছেন।

বাকায়ি হামানে তেহরানকে অভিযুক্ত করার বিষয়ে রোটের বিবৃতির সমালোচনা করে স্পষ্ট ভাষায় বলেছেন: ন্যাটোর কিছু সদস্যের উস্কানিমূলক এবং সর্বগ্রাসী নীতির কারণে ইউরোপ সহ বিশ্বের ওপর নিরাপত্তাহীনতা ক্রমশ বৃদ্ধি পাবে।

ইরানের এই কূটনীতিক আরও বলেন: নতুন ন্যাটো মহাসচিবের বিবৃতি বিশ্বের মেরুকরণের মাধ্যমে জঙ্গিবাদকেই উত্সাহিত করবে। এটা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।