লেবানন ও গাজায় দখলদারদের বর্বরতা
হোয়াইট ফসফরাস ব্যবহার: ইসরাইলের প্রতি ইরানি কূটনৈতিকের নিন্দা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরাইল যে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে তার কঠোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।
গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি এই নিন্দা জানান। ইরাভানি বলেন, ইসরাইলের এই কর্মকাণ্ড যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। দখলদারদের হোয়াইট ফসফরাস ব্যবহারের বিষয়ে তদন্ত করার জন্য তিনি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ’র প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি আন্তর্জাতিক সংস্থার কাজের প্রতি স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে ইরান সমর্থন দেবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আমির সাঈদ ইরাভানি বলেন, “আমরা রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশনকে পূর্ণাঙ্গ, কার্যকর ও বৈষম্যহীনভাবে বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাই। এই কনভেনশনের মূল লক্ষ্য অর্জনের জন্য ইরান তার সমস্ত প্রচেষ্টা কাজে লাগাবে।”
আমির সাঈদ ইরাভানি আরো বলেন, সিরিয়া এই কনভেনশনের আওতায় তার প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে। দামেস্ক তাদের রাসায়নিক অস্ত্রের মজুদ ও কারখানা ধ্বংস করেছে। এছাড়া, সিরিয়া ওপিসিডাব্লিউ’র সাথে অব্যাহতভাবে গঠনমূলক যোগাযোগ এবং নিজেদের দায়-দায়িত্ব ও স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে সম্পূর্ণ আন্তরিকতা দেখিয়ে চলেছে। আন্তর্জাতিক এ সংস্থার সাথে সিরিয়া যে গুরুত্বপূর্ণ সহযোগিতা করছে তার স্বীকৃতি প্রয়োজন। এক্ষেত্রে নিরপেক্ষভাবে এবং কোনো রাজনীতিকীকরণ ছাড়া বিষয়টি মূল্যায়িত হওয়া দরকার।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬