রোটা বন্দর ব্যবহার করে ইসরাইলে অস্ত্র পাঠালো আমেরিকা
https://parstoday.ir/bn/news/event-i145018
ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে স্পেনের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে আমেরিকা। স্পেনের একটি নৌ ঘাঁটি ব্যবহার করে একটি জাহাজের মাধ্যমে ইসরাইলে এক হাজার টনেরও বেশি গোলাবারুদ পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১৯, ২০২৪ ১৫:৩৩ Asia/Dhaka
  • রোটা বন্দর ব্যবহার করে ইসরাইলে অস্ত্র পাঠালো আমেরিকা

ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে স্পেনের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে আমেরিকা। স্পেনের একটি নৌ ঘাঁটি ব্যবহার করে একটি জাহাজের মাধ্যমে ইসরাইলে এক হাজার টনেরও বেশি গোলাবারুদ পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

আমেরিকাভিত্তিক ওয়েবসাইট ইন্টারসেপ্ট মঙ্গলবার ফিলিস্তিনি যুব আন্দোলন এবং প্রগ্রেসিভ ইন্টারন্যাশনালকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর এই জাহাজের এমন পদক্ষেপের কারণে স্পেনের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন হয়ে থাকতে পারে।

স্পেন বেশ আগেই তার রোটা বন্দর ব্যবহার করে কোন দেশ ইসরাইলের কাছে অস্ত্রের চালান পাঠাতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে। এই বন্দরটি আংশিকভাবে মার্কিন নৌবাহিনী দ্বারা পরিচালিত হয় তবে এটি স্পেনের মাটিতে অবস্থিত এবং কৌশলগতভাবে এটি স্প্যানিশ আইনের অধীন।

গত মে মাসে স্পেন তার বন্দর ব্যবহার করে ইসরাইলে অস্ত্র পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে কোনো দেশ স্পেনের বন্দর ব্যবহার করে ইসরাইলে অস্ত্র পাঠাতে পারবে না। এরইমধ্যে পাঁচটি অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভিড়তে বাধা দিয়েছে স্পেন কর্তৃপক্ষ।

অন্যদিকে, মার্কিন সরকার ইসরাইলের কাছে চলমান সংঘাতের মধ্যে প্রায় ১৮০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা পাঠিয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজা উপত্যকায় ৪৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন