দু-এক দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার
(last modified Sat, 21 Dec 2024 10:25:01 GMT )
ডিসেম্বর ২১, ২০২৪ ১৬:২৫ Asia/Dhaka
  • শেখ মো. সাজ্জাত আলী
    শেখ মো. সাজ্জাত আলী

বাংলাদেশে চাঁদাবাজির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, চাঁদাবাজদের একটি হালনাগাদ তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা হয়ে গেলে আগামী দুই-একদিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হবে।

আজ (শনিবার) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, চাঁদাবাজদের মোকাবিলা করার জন্য শুধু পুলিশ নয়, সমাজের সব সংগঠনকে এগিয়ে আসতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

নিত্যপণ্যের দাম বাড়ার জন্য চাঁদাবাজিকে দায়ী করে তিনি বলেন, এ কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। চাঁদাবাজির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে দেশের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। তাই চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার নিজের ও আমার সহকর্মীদের ওপর অনেক দায়িত্ব।

চাঁদাবাজদের সুপথে ফিরে আসার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আপনারা এই কাজে লিপ্ত হবেন না; আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না।

দেশে ছিনতাই বেড়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমার কাছে যে রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে ছিনতাই অনেক বেড়েছে। বেশিরভাগ ঘটনায় মোবাইল ফোন ছিনতাই হচ্ছে। বাসে বসে থাকা যাত্রীর মোবাইল ফোন নিয়ে ছিনতাইকারী পালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিদেশ থেকে আসা শিক্ষার্থীদের বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।#

পার্সটুডে/জিএআর/২১