জাবালিয়ার ৭০% স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে ইসরাইলি বাহিনী
https://parstoday.ir/bn/news/event-i145136-জাবালিয়ার_৭০_স্থাপনা_সম্পূর্ণ_ধ্বংস_করে_ফেলেছে_ইসরাইলি_বাহিনী
ইহুদিবাদী ইসরাইলি সেনারা গত প্রায় ১৫ মাসের আগ্রাসনে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরের ৭০ শতাংশ স্থাপনা ধ্বংস করে ফেলেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:৫৫ Asia/Dhaka
  • জাবালিয়ার ৭০% স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে ইসরাইলি বাহিনী

ইহুদিবাদী ইসরাইলি সেনারা গত প্রায় ১৫ মাসের আগ্রাসনে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরের ৭০ শতাংশ স্থাপনা ধ্বংস করে ফেলেছে।

ইসরাইলি সামরিক বিশ্লেষক অ্যামোস হ্যারেল ইহুদিবাদী দৈনিক হারেতজে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, ইসরাইলি ভয়াবহ আগ্রাসনের ফলে জাবালিয়া বর্তমানে একটি ‘ভূতুড়ে শহরে’ পরিণত হয়েছে। এখন সেখানে শুধু উদ্ভ্রান্ত কুকুরের দলকে আবর্জনার ভেতরে খাবার খুঁজে ফিরতে দেখা যায়।

হ্যারেল বলেন, “যতদূরে চোখে দেখা যায় ততদূর মাইলের পর মাইল শুধু ধ্বংসস্তূপ চোখে পড়ে। জাবালিয়া শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপ থেকে চোখ ফেরানো কঠিন।” তিনি বলেন, “আমি দেখতে পেলাম অবশিষ্ট ভবনগুলিও মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ইসরাইলি এই সামরিক বিশ্লেষক বলেন, ইসরাইলি সামরিক বাহিনী এর আগেও দুইবার জাবালিয়ায় অভিযান চালিয়েছে তবে এবার তারা শহরটিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে।

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন শুরু করে যা এখনও চলছে। অবরুদ্ধ ওই উপত্যকায় গত প্রায় ১৫ মাসের ইসরাইলি আগ্রাসনে ৪৫,২২৭ ফিলিস্তিনি শহীদ ও অপর ১০৭,৫৭৩ জন আহত হয়েছেন। এছাড়া আরো অন্তত ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন যাদের সবাই ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন বলে ব্যাপকভাবে ধারনা করা হচ্ছে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৩