মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিলে রিজভী:
'বিদ্যুৎ বন্ধ করে রাতের অন্ধকারে সংস্কার করলে জনগণ মেনে নেবে না'
-
বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, "আমরা আপনাদের বিশ্বাস করে সমর্থন দিয়েছি। আপনারা বিদ্যুৎ বন্ধ করে রাতের অন্ধকারে সংস্কার করলে জনগণ মেনে নেবে না।"
আজ (সোমবার) সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুহুল কবীর রিজভী বলেন, "সংস্কার কোনো বিষয় না- ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবে সেটি প্রশাসন যদি না বাস্তবায়ন করে, এটিই বড় সংস্কার। অর্থাৎ আদেশ আইনসংগত না হলে ডিসি-এসপি, প্রশাসনের লোকেরা বলবেন এটি আমি করতে পারবো না। এই 'না' বলাটাই তো বড় সংস্কার। প্রধানমন্ত্রী যদি অবৈধ সিদ্ধান্ত দেয় অমুককে জামিন দেন, এই রায় সেই রায় দেন, এমন সিদ্ধান্তকে না বলে দেয়াটাই তো বড় সংস্কার।"
রিজভী বলেন, "আমাদের দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। দেশনেত্রী যদি আত্মসমর্পণ করতেন তাহলে জেলে যেত হতো না। ভারতের কথা শুনলে তাকে কোনো নির্যাতন সহ্য করা লাগতো না। দেশের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক পরিকল্পনা কাজ করবে না।"
বিএনপির এ নেতা বলেন, আজকে চুরি-ছিনতাই বেড়ে গেছে। নয়জন মানুষ ছিনতাইকারীদের হাতে নিহত হলো। সরকার প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে পারছে না। আমরা কিছু বললে বলেন রাজনীতিবিদরা ৫৪ বছরে কিছুই করতে পারেনি। ৭১, ৯০ এবং ২৪ সবকিছুই রাজনীতিবিদদের সমন্বয়েই হয়েছে। আপনারা (অন্তবর্তীকালীন সরকার) বিদ্যুৎ বন্ধ করে সংস্কারের মাস্টারপ্লান করবেন সেটি বিশ্বাসযোগ্য নয়। দেশ ও জনগণের আপনাদের প্রতি যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে তা বজায় রাখুন।
তিনি বলেন, সম্প্রতি তথ্য পাচ্ছি বাংলাদেশের অনেক গুম-খুনের সঙ্গে ভারত জড়িত। কানাডার শিখ নেতা খুন করেছে কারা? বাংলাদেশের অনেক গুম-খুনের সঙ্গে ভারত যে জড়িত তা অস্বীকার করা যাবে না। তার প্রমাণ প্রমাণ আমাদের সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের সঙ্গে ভারতের এতই গভীর বন্ধুত্ব যে আওয়ামী লীগের অনেক দায় ভারত নিয়েছে। ভারত এবং পতিত আওয়ামী লীগ অনেক দাবার চাল দেবে, সাবধান থাকতে হবে।
দোয়া মাহফিলে চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, "খালেদা জিয়া অসুস্থ থাকলে বাংলাদেশ অসুস্থ হয়ে যায়। তার অসুস্থতায় দেশের গণতন্ত্র অসুস্থ হয়ে যায়। এই সরকারের প্রতি জনগণের সমর্থন রয়েছে, সঙ্গে বিএনপির সমর্থনও আছে। দেশ পরিচালনায় আমাদের দলের অভিজ্ঞ নেতাদের পরামর্শ নিন। তাহলে সফল হবেন।"
দোয়া মাহফিলে আরো উপস্থিত আছেন দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব,) জয়নাল আবেদিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিবসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।#
পার্সটুডে/এমএআর/২৩