ইসরাইল কী বিশ্বে একঘরে হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে?
(last modified Thu, 26 Dec 2024 09:56:25 GMT )
ডিসেম্বর ২৬, ২০২৪ ১৫:৫৬ Asia/Dhaka
  • ইসরাইল কী বিশ্বে একঘরে হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে?

অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে সংঘটিত ধারাবাহিক অপরাধযজ্ঞের কারণে বিশ্বে একঘরে হয়ে পড়ায় তেল আবিব সরকারের তীব্র সমালোচনা করেছে ইসরাইলি গণমাধ্যম।

গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বর্বরোচিত হামলা ১৫ মাস পেরিয়ে গেছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছে যে এই উপত্যকায় ইসরাইলি শাসক গোষ্ঠীর পাশবিক আগ্রাসনে শহীদের  সংখ্যা ৪৫ হাজার ৩৬১ জনে এবং আহতের সংখ্যা এক লাখ ৭ হাজার ৮০৩ এ পৌছেছে। এছাড়া ফিলিস্তিনের প্রিজনার্স এসোশিয়েসন এক বিবৃতিতে জানিয়েছে যে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জর্ডান নদীর পশ্চিম তীর থেকে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ১১ হাজার ২০০ ফিলিস্তিনিকে আটক করেছে।এদিকে গাজা উপত্যকা এখনো সবদিক দিয়ে অবরোধের মধ্যে রয়েছে এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠী যুদ্ধবিধ্বস্ত গাজায় কোনো মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দিচ্ছে না। ফলে সেখানে ক্ষুধা ও বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ছে এবং মানুষ মৃত্যু সঙ্গে লড়াই করছে। এদিকে আন্তর্জাতিক পর্যায়ে ইহুদিবাদী ইসরাইলের ধারাবাহিক অপরাধযজ্ঞের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে ইসরাইলের পাশবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এবং এখনও এসব বিক্ষোভ হচ্ছে।

এছাড়া কিছু দেশ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আইন পাস করেছে এবং কিছু ইউরোপীয় দেশ হেগে আন্তর্জাতিক অপরাধ আদালের  পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে। সম্প্রতি  আয়ার ল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে দেশটির সরকার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দিতে সম্মত হয়েছে। অন্যদিকে যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে বা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর  ভেটো ব্যবহারের কারণে সরকারের অপরাধ বন্ধ করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলো ইসরাইলের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছে। যেমন জাতিসংঘের সাধারণ পরিষদ এ পর্যন্ত কয়েকবার ইসরাইলের বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে এবং গাজায় ইসরাইলি বাহিনীর পাশবিক হামলার নিন্দা জানিয়েছে।আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইহুদিবাদী সরকারের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গালান্টকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।

এছাড়া ইহুদিবাদী ইসরাইলের একটি অংশ গাজার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার এবং এই শাসক গোষ্ঠীর আন্তর্জাতিক বিচ্ছিন্নতার তীব্রতার সমালোচনা করেছে। ইহুদিবাদী ইসরাইলের সংবাদপত্র ক্যালকালিস্ট এক প্রতিবেদনে তেল আবিব সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তিব্র হওয়ার মাত্রা বেড়ে যাওয়ায় এবং আন্তর্জাতিকভাবে এই শাসক গোষ্ঠী একঘরে হয়ে পড়ার চিত্রকে ভয়ানক হিসেবে আখ্যায়িত করেছে। পত্রিকাটি আরো লিখেছে, এই পরিস্থিতির মাধ্যমে এটা প্রমাণ হচ্ছে যে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের নীতি এবং পদক্ষেপ বিশেষ করে গাজায় জাতিগত নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক বিরোধীতা এবং ক্ষোভ বেড়েই চলছে। কিছু ইহুদিবাদী গণমাধ্যম এর আগে লিখেছে যে ইসরাইলের বিরুদ্ধে অবরোধ এবং আন্তর্জাতিক বয়কটের মাত্রা দিন দিন তীব্র হচ্ছে। 

একের পর এক বিমান সংস্থা বেন-গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল করছে এবং বিভিন্ন সরকার ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে  দিচ্ছে,  প্রতিদিন আরও বেশি সংখ্যক শিল্পী ইসরাইলে তাদের কনসার্ট বাতিল করছে,বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক প্রকল্পগুলো ছোট করা হচ্ছে এবং আন্তর্জাতিক অবকাঠামো নির্মাণ  সংস্থাগুলো ইসরাইলি প্রকল্পগুলো থেকে সরে নিজেদের সরিয়ে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে।#

 

পার্সটুডে/এমবিএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।