চলমান যুদ্ধে ইয়েমেনের জনগণই চূড়ান্তভাবে বিজয়ী হবে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/event-i145364-চলমান_যুদ্ধে_ইয়েমেনের_জনগণই_চূড়ান্তভাবে_বিজয়ী_হবে_আইআরজিসি
ইহুদিবাদী ইসরাইলের রক্তক্ষয়ী হামলা সত্ত্বেও ফিলিস্তিনি জাতিকে সাহসিকতা ও বীরত্বের সঙ্গে রক্ষা করার জন্য ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ইয়েমেনি জনগণের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এ যুদ্ধে শেষ পর্যন্ত ইয়েমেনের জনগণই বিজয়ী হবে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২৪ ০৯:৫১ Asia/Dhaka
  • মেজর জেনারেল হোসেইন সালামি
    মেজর জেনারেল হোসেইন সালামি

ইহুদিবাদী ইসরাইলের রক্তক্ষয়ী হামলা সত্ত্বেও ফিলিস্তিনি জাতিকে সাহসিকতা ও বীরত্বের সঙ্গে রক্ষা করার জন্য ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ইয়েমেনি জনগণের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এ যুদ্ধে শেষ পর্যন্ত ইয়েমেনের জনগণই বিজয়ী হবে।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় জানান জেনারেল সালামি। তিনি বলেন, “ইয়েমেনিরা আজ পর্যন্ত যেমন মর্যাদা ও সম্মানের সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, তেমনি মহান আল্লাহর ইচ্ছায় তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত তারা বিজয়ী হবে।”

তিনি আরো বলেন, “প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে যায়নি; বরং প্রত্যেকে দেখছে ইয়েমেনের জনগণ কীভাবে দক্ষতার সঙ্গে ফিলিস্তিনকে রক্ষা করছে এবং প্রতি শুক্রবার গাজাবাসীর সমর্থনে কীভাবে বিক্ষোভ মিছিল করছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী গতকাল (শনিবার) হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের কৌশলগত নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। এর আগে তারা শুক্রবার ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একই ধরনের হামলা চালায়। এ নিয়ে গত দু’সপ্তাহে ইসরাইলে বেশ কিছু সফল অভিযান চালাল ইয়েমেন।

দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, গাজায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের প্রতিশোধমূলক হামলা চলবে। গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর মাস থেকে চালানো ইসরাইলি গণহত্যায় এ পর্যন্ত অন্তত ৪৫,৪৮০ ফিলিস্তিনি শহীদ ও অপর ১,০৮,০০০ এর বেশি মানুষ আহত হয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৯