সিরিয়ায় এইচটিএসের নেতৃত্বে ফ্যাসিবাদের পদধ্বনি
পার্সটুডে- সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আলাভি কর্মকর্তাদের বহিষ্কার করার কাজ শুরু করেছে হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস কর্তৃপক্ষ। এর মাধ্যমে এইচটিএস নেতা আজ-জুলানি সরকারি দায়িত্বে থাকা সংখ্যালঘু কর্মকর্তা-কর্মচারীদের বহিষ্কার করা হবে না বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মিথ্যা প্রমাণিত হয়েছে।
আবু মোহাম্মাদ আজ-জুলানির নেতৃত্বাধীন সিরিয়ার নয়া শাসকগোষ্ঠী গত ৮ ডিসেম্বর দামেস্ক দখল করার পর ঘোষণা দিয়েছিল, তারা সিরিয়ার কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না বা নির্যাতন চালাবে না। কিন্তু সম্প্রতি তারা এমন ৩৪ ব্যক্তির নাম প্রকাশ করেছে যাদেরকে তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। সিরিয়ার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পার্সটুডে জানাচ্ছে, জুলানি ও তার নিয়ন্ত্রণে থাকা প্রশাসন সিরিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে সব আলাভি কর্মকর্তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।
খবরে বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী এইচটিএসের নেতা আজ-জুলানির এই নির্দেশ গোপনে কার্যকর করা হচ্ছে যাতে তা কেউ জানতে না পারে।
এর আগে সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে, সিরিয়ার চলমান ঘটনাবলীর শতকরা ৯০ ভাগই এখন গণমাধ্যমে প্রকাশিত হয় না। এসব সূত্র জানাচ্ছে, সিরিয়ার বিভিন্ন এলাকায় বিশেষ করে ভূমধ্যসাগর উপকূলীয় এলাকায় সংখ্যালঘুদের বিরুদ্ধে সন্ত্রাসীদের নির্যাতন ও নিপীড়ন ব্যাপকভাবে বেড়ে গেছে। আল-মা’লুমাহ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, সিরিয়ায় বর্তমানে প্রতি ১০ মিনিটে একটি খুন, গুম কিংবা ডাকাতির ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষোভ মিছিল হচ্ছে। আগামী দিনগুলোতে এইচটিএসের বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়বে বলে ধারনা করা হচ্ছে। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/৩০