ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের বিবৃতি
ইরানের আইন ভাঙ্গায় ইতালির সাংবাদিককে আটক করা হয়
-
ইতালীয় সাংবাদিক সিসিলিয়া সালা
ইরানের আইন ভঙ্গ করার কারণে গত ১৯ ডিসেম্বর ইতালীয় সাংবাদিক সিসিলিয়া সালাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনা মন্ত্রণালয়।
গতকাল (সোমবার) মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সালার আটক করার ঘটনা নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো ব্যাপকভাবে অপপ্রচার চালানোর পর তেহরানের পক্ষ থেকে একথা জানানো হলো।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনা মন্ত্রণালয় সব সময় বিদেশি সাংবাদিকদের ইরান ভ্রমণ এবং এদেশে আইনসম্মত উপায়ে স্বাধীনভাবে কাজ করাকে স্বাগত জানিয়ে এসেছে। এই মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বহু সাংবাদিক অতীতে ইরানে কাজ করেছেন এবং এখনও করছেন।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরকারের গৃহিত নীতির আলোকে মন্ত্রণালয় ইরানে আরো বেশি বিদেশি গণমাধ্যম ও সংবাদকর্মীর উপস্থিতি ও তাদের অধিকার রক্ষা করার জন্য কাজ করছে।
ইরানের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনা মন্ত্রণালয় আরো বলেছে, ইতালির নাগরিক সিসিলা সালা গত ১৩ ডিসেম্বর সাংবাদিক ভিসায় ইরানের প্রবেশ করেন, কিন্তু তাকে এদেশের আইন লঙ্ঘন করার অপরাধে ১৯ ডিসেম্বর আটক করা হয়।
ইরানের আইন অনুযায়ী তাকে আটক করা হয়েছে এবং তার অপরাধের বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি তেহরানস্থ ইতালির দূতাবাসকে জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আটক সাংবাদিককে কনসুলার সুবিধা দেয়া হয়েছে এবং তাকে টেলিফোনে তার পরিবারের সঙ্গে কথা বলারও সুযোগ দেয়া হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।