গাজা যুদ্ধে এ পর্যন্ত ৮২৫ দখলদার সেনা নিহত
https://parstoday.ir/bn/news/event-i145448
ইহুদিবাদী ইসরাইলের একটি দৈনিক পত্রিকা জানিয়েছে যে, গত বছরের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৮২৫ দখলদার সেনা নিহত হয়েছে। ইসরাইলের ইয়েদিয়োথ আহরোনথ পত্রিকা গতকাল (সোমবার) এই তথ্য প্রকাশ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২৪ ১৩:১০ Asia/Dhaka
  • ফিলিস্তিনের ইসলামী জিহাদ দলের কুদস্‌ ব্রিগেডের একদল যোদ্ধা
    ফিলিস্তিনের ইসলামী জিহাদ দলের কুদস্‌ ব্রিগেডের একদল যোদ্ধা

ইহুদিবাদী ইসরাইলের একটি দৈনিক পত্রিকা জানিয়েছে যে, গত বছরের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৮২৫ দখলদার সেনা নিহত হয়েছে। ইসরাইলের ইয়েদিয়োথ আহরোনথ পত্রিকা গতকাল (সোমবার) এই তথ্য প্রকাশ করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন ও গণহত্যা শুরু করে। 

ইসরাইলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো রোববার জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে সম্প্রতি অভিযান চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের ৪০ সেনা নিহত হয়েছে। ইসরাইল জাবালিয়া শহরের ওপর সম্প্রতি অতিমাত্রায় বর্বর আগ্রাসন চালায়। তবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা সেখানে দারুনভাবে ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।

গতকালও উত্তর গজায় ইসরাইলের এক সেনা নিহত এবং আট জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

ইসরাইলের গণমাধ্যম দাবি করছে, গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরাইলের ৩৯৫ জন সেনা নিহত হয়েছে। তবে গাজার প্রতিরোধকামীরা বলছে, এ সংখ্যা আরো অনেক বেশি।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।