ইয়েমেনের রাজধানীতে আবার ইঙ্গো-মার্কিন বাহিনীর বিমান হামলা
(last modified Wed, 01 Jan 2025 06:50:26 GMT )
জানুয়ারি ০১, ২০২৫ ১২:৫০ Asia/Dhaka
  • ইয়েমেনের রাজধানীতে আবার ইঙ্গো-মার্কিন বাহিনীর বিমান হামলা

আমেরিকা ও ব্রিটেনের যুদ্ধবিমান থেকে ইয়েমেনের রাজধানী সানার ওপর হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেন থেকে যেসব হামলা চালানো হচ্ছে তার বিরোধিতা করে গতকাল (মঙ্গলবার) নতুন করে এই হামলা চালানো হয়। 

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, রাজধানী সানার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘একুশ সেপ্টেম্বর পার্ক’ নামক স্থানকে লক্ষ্য করে ইঙ্গো-মার্কিন বাহিনী ৩ দফা হামলা চালায়। আগে ওই এলাকায় ফার্স্ট আর্মড ডিভিশনের দপ্তর ছিল। এর বাইরে ইঙ্গো-মার্কিন বাহিনী রাজধানী সানার আরো দুটি এলাকায় ৮ দফা হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই হামলার কথা নিশ্চিত করেছে। 

এদিকে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি ইঙ্গো-মার্কিন বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই আগ্রাসনের মাধ্যমে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। 

তিনি গতকাল এক বিবৃতিতে বলেন, ইহুদিবাদী ইসরাইলকে গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করার নোংরা মিশনের অংশ হিসেবে ইঙ্গো-মার্কিন বাহিনী এই আগ্রাসন চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন