গাজার হাসপাতালে ইহুদিবাদীদের নির্বিচার হামলা, নিন্দা জানালো জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/event-i145484-গাজার_হাসপাতালে_ইহুদিবাদীদের_নির্বিচার_হামলা_নিন্দা_জানালো_জাতিসংঘ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে ইহুদিবাদী ইসরাইল যে নির্বিচারে বিমান হামলা চালিয়ে আসছে তার নিন্দা করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ০১, ২০২৫ ১২:৫৮ Asia/Dhaka
  • গাজার হাসপাতালে ইহুদিবাদীদের নির্বিচার হামলা, নিন্দা জানালো জাতিসংঘ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে ইহুদিবাদী ইসরাইল যে নির্বিচারে বিমান হামলা চালিয়ে আসছে তার নিন্দা করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। 

গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজার হাসপাতালগুলোতে আশ্রয় নেয়া বেসামরিক লোকজনের উপর ভারী বোমা ব্যবহার করেছে। লরেন্স আরো বলেন, হাসপাতালের ভেতরে অবস্থানরত স্বাস্থ্যকর্মী সহ বেসামরিক লোকজনকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে চালানো হামলার বিষয়টি তদন্ত করেছে জাতিসংঘ দপ্তর।

তিনি জোর দিয়ে বলেন, "যেসব স্থানে অসুস্থ এবং আহত লোকজন চিকিৎসা নিচ্ছে সেখানে হামলা চালানো যুদ্ধাপরাধ। সংঘর্ষের বাইরেও বেসামরিক নাগরিকরা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নারীরা বিশেষ করে গর্ভবতী মহিলারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।” 

লরেন্স বলেন, "আমাদের অফিস রিপোর্ট পেয়েছে যে, কিছু নবজাতকের মৃত্যু হয়েছে কারণ তাদের মায়েরা প্রসব পরবর্তী চেক-আপে উপস্থিত হতে পারেননি বা সন্তান প্রসবের জন্য চিকিৎসা সুবিধা নিতে পারেননি।" 

জেরেমি লরেন্স বলেন, ইচ্ছাকৃতভাবে নির্বিচার হামলা চালানোও যুদ্ধাপরাধ। তিনি বলেন, গাজার হাসপাতালে ইসরাইলের মারাত্মক হামলার ধরণ স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এর আগে বলেছেন, গাজার হাসপাতালগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।