অভিন্ন শত্রুকে মোকাবিলা করতে ইরান-হিজবুল্লাহ সহযোগিতা গড়ে উঠেছে
https://parstoday.ir/bn/news/event-i145512-অভিন্ন_শত্রুকে_মোকাবিলা_করতে_ইরান_হিজবুল্লাহ_সহযোগিতা_গড়ে_উঠেছে
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের অভিন্ন শত্রু ও চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যে তার সংগঠনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ০২, ২০২৫ ০৯:৪৪ Asia/Dhaka
  • অভিন্ন শত্রুকে মোকাবিলা করতে ইরান-হিজবুল্লাহ সহযোগিতা গড়ে উঠেছে

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের অভিন্ন শত্রু ও চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যে তার সংগঠনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠেছে।

তিনি গতকাল (বুধবার) ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় একথা জানান।  অভিন্ন শত্রুর বিরুদ্ধে এই দুই শক্তির প্রতিরোধ অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেখ নাঈম কাসেম বলেন, অভিন্ন শত্রু মোকাবেলার নীতি থেকেই গত এক বছরেরও বেশি সময় ধরে গাজাবাসীর প্রতি হিজবুল্লাহ, ইয়েমেন ও ইরাক থেকে যে সমর্থন দেয়া হয়েছে। ‘ইহুদিবাদী ইসরাইল’কে অভিন্ন শত্রু হিসেবে উল্লেখ করে হিজবুল্লাহ নেতা বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলকে ধ্বংস করে এর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

ইসরাইলকে ‘বন্য ও অপরাধী সরকার’ হিসেবে উল্লেখ করে শেখ কাসেম অভিযোগ করেন, আরেক অপরাধী মার্কিন সরকার মানবতার শত্রু ইসরাইলকে সহযোগিতা করে চলেছে।

এর বিপরীতে তিনি ফিলিস্তিন ও গাজা উপত্যকার প্রতি সমর্থন জানাতে মুসলিম বিশ্বসহ বিবেকবান বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। হিজবুল্লাহ মহাসচিব বলেন, আমরা গাজাবাসীকে সমর্থন জানিয়ে গর্ববোধ করছি এবং আমরা আমাদের পদক্ষেপের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি বিশ্বের শয়তানি শক্তিগুলোকে কোনঠাসা করে ফেলেছি।

হিজবুল্লাহ যোদ্ধারা লেবানন দখল করে নেয়ার ইসরাইলি চক্রান্তও রুখে দিয়েছেন বলে জানান শেখ কাসেম। তিনি বলেন, দখলদার সেনারা দক্ষিণ লেবানন সীমান্ত দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলেও হিজবুল্লাহর প্রতিরোধে তারা সফল হতে পারেনি।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।